Monday, July 16, 2007

GPRS সম্পর্কিত আমাদের চাওয়া

বাংলাদেশের যারা গ্রামে থাকেন তাদের ইন্টারনেট ব্যবহারের একমাত্র উপায় হলো মোবাইল ফোনের GPRS. আর যারা Student রাজধানী ঢাকা বা অন্যান্য শহরে হোষ্টেল বা মেস-এ থাকেন তাদের ব্রডব্যান্ড বা টিএনটির ডায়ালআপ লাইন ব্যবহার করা অনেক সময় হয়ে ওঠে না। কারন এর সমস্যা হলো স্থানান্তর করা। তাছাড়া টিএনটি ফোন কজনেরই বা আছে? ছাত্র-ছাত্রীরা যাদের ইন্টারনেট অতি প্রয়োজনীয়, তারা ইচ্ছা থাকা স্বত্বেও এর ব্যবহার করতে পারছেনা।

এবার আসি বর্তমানের GPRS এর ব্যবহার ও এর খরচ প্রসংগে। প্রথমেই বলি যারা GPRS সম্পের্কে জানেননা তাদেরকে। এটি মোবাইলফোনের মাধ্যমে ইন্টানেট ব্যবহারের একটি প্রযুক্তি। আর আপনার মোবাইলটিকে মোডেম হিসাবে ব্যবহার করে কম্টিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করে তাতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মোবাইল নেটওয়ার্ক আছে এমন যে কোন জায়গায়। এ প্রযুক্তির প্রধান সুবিধা হলো এটি ব্যবহার করতে আপনার কোন তার দরকার নাই। গাড়ীতে বসে বা যে সব ষ্টুডেন্টরা প্রায়ই বাসা বা মেস বদল করেন বা আমার মতো ক্যাম্পাসের যেকোন জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের GPRS ছাড়া কোন বিকল্প নাই।

বর্তমানে আমাদের দেশে সবকয়টি মোবাইল ফোন কোম্পানী GPRS সুবিধা দিচ্ছে। অনেকেই ব্রডব্যান্ড ও ডায়ালআপ এর বদলে GPRS-এর আনলিমিটেড প্যাকেজ ব্যবহার করে ইন্টারনেট পেতে চায়। (আনলিমিটেড প্যাকেজে প্রতি মাসে নির্দিষ্ট চার্জের বিনিময়ে যতখুশী ব্যববহার করা যায়) সমস্যা হচ্ছে এই আনলিমিটেড প্যাকেজ প্রায় সব কোম্পানীই (টেলিটক বাদে) তাদের পোষ্ট-পেইড প্যাকেজের সাথে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং প্রায় সব ষ্টুডেন্টরাই প্রি-প্রেইড সংযোগ ব্যাবহার করে থাকে। তারা পারছেনা তাদের নিজের পরিচিত মোবাইল নম্বরটিকে পরিবর্তন করে পোষ্ট-পেইড সংযোগ কিনতে। তাছাড়া আনলিমিটেড GPRS ব্যবহারের বতর্মান যে খরচ (আনলিমিটেড GPRS ১০০০ টাকা + লাইন রেন্ট ১০০ টাকা + ১৫% ভ্যাট = ১২৬৫ টাকা) প্রতিমাসে তা অনেক ষ্টুডেন্টই হয়ত বহন করতে পারবেনা।

আমার প্রস্তাব হচ্ছে- মোবাইলফোন কোম্পানীগুলো তাদের আনলিমিটেড GPRS প্যাকেজ শুধুমাত্র পোষ্ট-পেইডে না রেখে প্রি-পেইডেই দিতে পারে (টেলিটকের মতো)। অনেক ISP আবার anytime প্যাকেজ দিয়ে থাকে যা প্রতিদিন যেকোন সময়ে সর্বোচ্চ একটি নির্দষ্ট সময় ব্যবহার করা যায়। গ্রাহকের খরচ কমিয়ে সংখ্যা বাড়াতে কোম্পানীগুলো ২৪ ঘন্টার প্যাকেজের পাশাপাশী এধরনের anytime ১২ঘন্টা/৬ঘন্টা/৩ঘন্টার প্যাকেজ বাজারে ছাড়তে পারে। এ ক্ষেত্রে ১২ঘন্টার জন্য প্রতিমাসে ৬০০টাকা (যেহেতু ২৪ঘন্টার জন্য ১০০০টাকা), ৬ঘন্টার জন্য ৪৫০ টাকা এবং ৩ঘন্টার জন্য ২৫০ টাকা চার্জ হতে পারে। তাছাড়া শুধু রাত বা শুধু দিনে ব্যবহার করা যায় এধরনের প্যাকেজও তারা গ্রাহককে দিতে পারে।

এইভাবে GPRS এর ব্যবহার বাড়ানো যেতে পারে। বাংলাদেশের মতো দেশে কম খরচে ছাত্র-ছাত্রীরা এটি ব্যবহারের সুবিধা আরও ব্যপক ভাবে নিতে পারবে পাশাপাশি মোবাইলফোন কোম্পানী গুলোর আয় বাড়বে বলে আমি মনে করি। আপনি কি বলেন?