Friday, March 29, 2013

দুঃখ-কষ্ট আল্লাহ ভালোর জন্যই দেন

আমাদের মাঝে অনেককেই দেখি যারা খুব আরাম আয়েশে জীবন কাটায়। আবার কারো কারো জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে। এমন হয় কেন ?

আমাদের নবী (সাঃ) বলেন, আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন।
[বুখারী, ৫৬৪৫]

অপর এক হাদিসে তিনি বলেন, যদি কারো উপর কোন কষ্ট আসে আল্লাহ তা'আলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন, যেমনভাবে গাছ হতে পাতা ঝরে পড়ে।
[বুখারী, ৫৬৮৪]

তাই আমাদের কারো জীবনে যদি কোন কষ্ট আসে তবে বুঝে নিতে হবে আল্লাহ এর মাধ্যমে আমাকে সঠিক
পথে আনতে চান। আর একই সাথে আমার গুনাহ সমূহ মিটিয়ে দিয়ে আমাকে নিশ্পাপ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে চান। সুবহান আল্লাহ।

Friday, March 22, 2013

ধূমপান ছাড়ার ১৩ উপায়!

ধূমপানের আসক্তি থেকে নিজেকে রক্ষার উল্লেখিত ১৩টি উপায় অনুসরণ করলে অবশ্যই ধূমপান ছাড়া সম্ভব। এই ১৩টি উপায় হচ্ছে-
  1. প্রথমে সিদ্ধান্ত নিন কেন ধূমপান ছাড়া আপনার জন্য জরুরী। অর্থাৎ কি কারণে ধূমপান ছাড়তে চান। যেমন ক্যান্সার ও হার্ট এ্যাটাকের ঝুঁকি কামাতে।
  2. কোন ধরনের থেরাপি বা মেডিকেশন ছাড়া ধূমপান ছাড়া ঠিক নয়। কারণ সিগারেটের নিকোটিনের ওপর ব্রেইন অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে পড়ে। ছেড়ে দিলেই নানা উপসর্গ শুরু হয়। তাই সিগারেটের বিকল্প থেরাপির কথা চিন্তা করতে হবে।
  3. নিকোটিনের বিকল্প গাম, লজেন্স ইত্যাদি ব্যবহার করতে হবে।
  4. নিকোটিনের বিকল্প ওষুধ সেবন করা যেতে পারে।
  5. একা একা ধূমপান না ছেড়ে পরিবারের অন্যান্য সদস্য (যদি ধূমপায়ী থাকেন), বন্ধু-বান্ধব ও সহকর্মীদের উৎসাহিত করে একসঙ্গে ধূমপান ত্যাগের ঘোষণা দিন।
  6. মানসিক চাপ কমাতে চেষ্টা করুন। প্রয়োজনে হালকা ম্যাসাজ নিন।
  7. অ্যালকোহল পরিহার করুন।
  8. মনোযোগ অন্যদিকে নিতে ঘর পরিষ্কার করতে চেষ্টা করুন।
  9. ধূমপান ত্যাগের জন্য বার বার চেষ্টা করুন। একবার ছেড়ে দিলে দ্বিতীয় বার আর ধূমপান করবেন না।
  10. নিয়মিত ব্যায়াম করুন।
  11. প্রচুর পরিমাণ সবুজ শাক-সবজি ও রঙিন ফলমুল খান।
  12. ধূমপান বন্ধ করে যে আর্থিক সাশ্রয় আপনার হবে তার একটা অংশ হালকা বিনোদনে ব্যয় করুন।
  13. আর ধূমপান ছাড়ুন বন্ধু-বান্ধব বা প্রেমিককে খুশী করার জন্য নয়, বরং আপনার সুস্বাস্থ্যের জন্যই টা করেছেন। এমন জোরালো অবস্থান নিন।

সফল বিবাহিত জীবনের জন্য যেই ব্যাপারগুলো প্রয়োজনীয়

  • দুইজন একই সাথে একই সময়ে রাগ করে থাকা যাবে না।
  • বাসায় একমাত্র সত্যিকারের আগুন লেগে গেলেই শুধুমাত্র একই সাথে দুজনই চিল্লাচিল্লি করুন। অন্যথায় নয়।
  • যদি আপনাদের দুজনের মধ্যে একজনকে ঝগড়ায় জিততে হয় তবে চেষ্টা করুন সেটি যেন আপনার জীবন সঙ্গী/সঙ্গিনী হয়।
  • তিরস্কার যদি করতেই হয়, তবে এমনভাবে করুন যাতে ভালোবাসা থাকে।
  • পিছনের ভুলগুলো টেনে আনা উচিত নয়।
  • নিজেদের দুইজনকে পৃথিবীর বাকি সবকিছু থেকে অগ্রাধিকার দিন।
  • একটি ঝামেলা খুব বেড়ে গেলে সেটি সমাধান না করা পর্যন্ত ঘুমাতে যাবেন না। সমস্যা সমাধান করেই তবে ঘুমাতে যান।
  • প্রতিদিন অন্তত একবার হলেও আপনার জীবন সঙ্গী/­সঙ্গিনীকে তার সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলুন।
  • আপনার দ্বারা কোনো ভুল হয়ে গেলে তা স্বীকার করার ক্ষমতা রাখুন, এবং এর জন্য বিনীতভাবে ক্ষমা চান।
  • মনে রাখবেন, ঝগড়া করার জন্য সবসময় দুজন মানুষের প্রয়োজন হয় এবং যার ভুল বেশি, সেই
  • সবসময় বেশি কথা বলার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে।

Thursday, March 14, 2013

কম্পিউটার আবিস্কারের আগে শব্দগুলোকে যেভাবে জানতাম

  • Windows ছিলো ঘরের জানালা
  • Application মানে বুঝতাম হেডমাস্টারের কাছে দেওয়া চিঠি
  • Mouse বলতে ইদুরকে বুঝতাম
  • Keyboard মানে ছিলো পিয়ানো
  • File ব্যাপারটা শুধু সরকারী অফিসেই ঘুষ দিয়ে ছাড়ানো কাগজ জানতাম
  • Hard Drive মানে চরম মজার একটা গাড়ির journey. 
  • Cut শুধুমাত্র ছুরি দিয়েই করা যেত
  • Web জন্মাতো আমাদের ঘরের কোনায়
  • Virus ছিলো একটা ফ্লু
  • Apple and Blackberry ছিলো দুটি ফলের নাম।

মেয়েদের অপছন্দের তালিকায় যে ছেলেরা

  • যেসব পুরুষ শিশুসুলভ আচরণ করে। যারা যেকোনো ছোট সমস্যায়ও নিজেরা সমাধান না করে মায়েদের পরামর্শে চলে।
  • যারা ধূমপান ও মদ্যপান করেন।
  • যাঁরা সবকিছুতেই সিদ্ধান্ত চাপিয়ে দেন।
  • যাঁরা কখনোই অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন না।
  • যাঁরা নিজেদের প্রেমিকা নিয়ে গর্ববোধ করেন না।
  • যাঁরা প্রেমিকার অবস্থান মূল্যায়ন করতে পারেন না।
  • যাঁরা প্রেমিকার অবস্থান মূল্যায়ন করতে পারেন না।
  • গত্বাঁধা পোশাকেই যাঁরা মেয়েদের দেখতে চান।
  • যাঁরা অর্থ ব্যয় করে নিজেদের ক্ষমতা দেখাতে চান এবং অন্যের ওপর প্রভাব খাটাতে চান।
  • যাঁরা মেয়েদের সঙ্গে রাজনীতি, ব্যবসা ও খেলাধুলা নিয়ে আলোচনা করেন না। ভাবেন যে মেয়েরা কিছুই জানেন না।
  • যাঁরা কখনোই কথা শোনেন না, শুধু বলেই যান।

২০২০ সালের ফেসবুক

গিন্নির স্ট্যাটাস- আজ করল্লা আর লইট্যা শুটকি দিয়ে গরুর মাংসের দো পেয়াজি কর্ছি।
কর্তা অফিসে বসে- লাইক।কমেন্টস এ- ওয়াও! লাবু জানু,আই উইল বি হোম সুন ;) খ্যান্ট উয়েঠ :)
বাসার পিচ্চি- ডিসলাইক ,আমি বার্গার খামু।
বান্ধবি- এই রেসিপি টা লিখে শেয়ার দে না রে !আমিও রাধঁবো ওর জন্য
পাশের বাসার ভাবি-লাইক,এন্ড আমাকে এক বাটি দিয়েন তো আপা :)
বউয়ের আপন মা- আহারে আমার মেয়টা শশুর বাড়ি গিয়ে কি কষ্টেই না আছে,এখনি চুলো গুতাচ্ছে :( সবাই তোকে শুধু পোক করে নারে?
শাশুড়ি- কি যে রাধোঁ না তুমরা ? আমারে এই আইটেম থেকে আনট্যাগ করো,আজ আমি সাগুদানা আর দুধ খাবো।
ননদ- স্ট্যাটাসে লাইক ও না,ডিসলাইক ও না।বয় ফ্রেন্ডের সাথে চ্যাটে-জানু আমাকে কিন্তু আজকে তুমি চাইনিজে নিয়ে যাবা,ভাবি আজকেও ছাইঁপাশ রাধঁছে :(
দেবর- ফ্রেন্ডের সাথে চ্যাটে ।দোস্ত তোর মেসে বুয়ারে চাউল এক পট বাড়ায়া দিতে ক! আমি আইতাছি,দুপুরে খামু।
দাড়োয়ান- ম্যাডাম দর্জা জানলা বন কৈরা রান্ধেন ফিলিজ,অলরেডি পাশের ফ্ল্যাটের লোকজন গন্ধের চোটে রিপোর্ট বাটনে কিলিক মারছে।
জরিনা খাতুন'স রেসিপি পেজ- আপনি আমাদের রেসিপি নিজের নামে চলানোয় আপনাকে আনফ্রেন্ড কর্তে বাধ্য হলাম।
বুয়া- কমেন্টস এ - ইসটেটাস পরে দিয়েন আগে শপিং মল থাইকা আইসা রান্না বওয়ান খালাম্মা।
অতঃপর মান ইজ্জত খাওনের দুষে একটু পরেই বুয়ারে ব্লক :-( :P:P:P