Sunday, October 29, 2017

ছয় প্রকার নারীকে বিয়ে করো না

ছয় প্রকার নারীকে বিয়ে করো না বলে আরবীতে যে প্রবাদ আছে।

সেই ছয় প্রকার হলোঃ

আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাকা, বাররাকা ও শাদ্দাকা।

  1. আন্নানা হলো সেই নারী যে সবসময় 'হায় আফসোস' 'হায় অাফসোস' করতে থাকে। এবং অলস, 'রোগিণী'র ভান করে বসে থাকে। এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না।
  2. মান্নানা হলো সেই নারী যে স্বামীকে প্রায়ই বলে - 'আমি তোমার জন্যে এই করেছি, সেই করেছি।' হেন করেছি তেন করেছি, ইত্যাদি ইত্যাদি।
  3. হান্নানা হলো সেই নারী যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে।
  4. হাদ্দাকা হলো সেই নারী, যে কোনো কিছুর উপর থেকেই লোভ সামলাতে পারে না। সব কিছুই পেতে চায়, এবং স্বামীকে তা ক্রয়ের জন্যে নিয়মিত চাপে রাখে।
  5. বাররাকা হলো সেই নারী যে সারাদিন কেবল সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে মেতে থাকে। এই শব্দের অন্য একটি অর্থ হলো, যে নারী খেতে বসে রাগ করে চলে যায়। এবং পরে একা একা খায়।
  6. শাদ্দাকা হোলো সেই নারী যে সবসময় বকবক করে।

Thursday, July 20, 2017

অর্ধেক ট্যাবলেট কই গেল?


এই পাতায় একটি ট্যাবলেটের অর্ধেক পাওয়া গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে মনে করছি। অনেক মজা পেলাম এই ওষুধের ষ্ট্রিপটি দেখে। কেমন লাগলো জানাবেন।