- Windows ছিলো ঘরের জানালা
- Application মানে বুঝতাম হেডমাস্টারের কাছে দেওয়া চিঠি
- Mouse বলতে ইদুরকে বুঝতাম
- Keyboard মানে ছিলো পিয়ানো
- File ব্যাপারটা শুধু সরকারী অফিসেই ঘুষ দিয়ে ছাড়ানো কাগজ জানতাম
- Hard Drive মানে চরম মজার একটা গাড়ির journey.
- Cut শুধুমাত্র ছুরি দিয়েই করা যেত
- Web জন্মাতো আমাদের ঘরের কোনায়
- Virus ছিলো একটা ফ্লু
- Apple and Blackberry ছিলো দুটি ফলের নাম।
No comments:
Post a Comment